Logo

অপরাধ    >>   "ব্রাহ্মণবাড়িয়ায় ১০ টাকার বিরোধে রণক্ষেত্র, সংঘর্ষে আহত ৩০"

"ব্রাহ্মণবাড়িয়ায় ১০ টাকার বিরোধে রণক্ষেত্র, সংঘর্ষে আহত ৩০"

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার তেরকান্দা গ্রামে ১০ টাকা চাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। কাঁচা সড়ক মেরামতের কাজে অর্থ সংগ্রহকে কেন্দ্র করে বুধবার (২ অক্টোবর) সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার (১ অক্টোবর) রাতেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়, যা সংঘর্ষে রূপ নেয়।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, তেরকান্দা গ্রামের কাঁচা সড়ক ভেঙে যাওয়ায় মেম্বার গোষ্ঠীর নয়ন এবং তার সহযোগীরা মাটি ফেলে সড়কটি সংস্কার করেন। মঙ্গলবার সকালে সরদার গোষ্ঠীর জুয়েল তার সিএনজি নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় নয়ন তার কাছে সড়ক মেরামতের খরচ হিসেবে ১০ টাকা দাবি করেন। জুয়েল টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির সূত্রপাত হয়।

বিষয়টি সমাধানে সন্ধ্যায় দুই পক্ষ বৈঠকে বসলেও উত্তেজনা কমেনি, বরং রাতে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। পরের দিন সকালে এর জের ধরে আবারও দেশীয় অস্ত্রসহ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যাতে উভয় পক্ষের ৩০ জন আহত হন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (সরাইল সার্কেল) রাকিবুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert